প্রিয় শিক্ষার্থী,
প্রথাগত শিক্ষা ব্যবস্থা হয়ত একটি দুর্দান্ত সার্টিফিকেট এনে দিতে পারবে, কিন্তু তা কি সত্যিই তোমার যোগ্যতার পরিচয়?
Performance based recognition এর এই যুগে গ্রেডশিট নয় বরং তুমি যাকিছুতে উচ্চমানের দক্ষতা অর্জন করেছ তাই তোমার যোগ্যতা। তোমার জিবনাকাঙ্ক্ষা কি, পেশাগত জীবনের কোন লক্ষ্যটি তুমি নিজের করে নিতে চাও, হৃদয়ের অভ্যন্তরে তোমার কোন সহজাত নৈপুণ্যতার শক্তি সর্বোচ্চ বিকশিত হওয়ার জন্য উদগ্রীব হয়ে আছে? যদি সেরাদের সেরা হতে চাও তবে আপন সহজাত নৈপুণ্যতাকে খুঁজে নিয়ে সেখানেই ইনভেস্ট করো তোমার সর্বোচ্চ মনোযোগ ও শতভাগ প্রচেষ্টা। হাজারও বৃক্ষের হাজারও শাখায় নয় বরং কাঠঠোকরার মত শুধু একটি বিন্দুতে আঘাত করো – নিশ্চিত সফলতা কুর্নিস করবে তোমায়।