মাত্র কয়েক মিনিটের এই সেলফ-এসেসমেন্টে তুমি খুঁজে পাবে সবথেকে উপযুক্ত ক্যারিয়ার পরিকল্পনা। এই পদ্ধতিতে প্রশ্নের উত্তরগুলোর মধ্য থেকে শুধু তোমার নিজের জন্য সবথেকে সত্য এমন অপশনে ক্লিক করতে হবে। মনে রেখ, এখানে সঠিক কিংবা ভুল উত্তর বলে কিছু নেই; তুমি শুধু সততার সাথে উত্তরগুলো বেছে নেবে আর আমরা নানা মনস্তাত্ত্বিক পর্যালোচনা শেষে তোমার জন্য সবথেকে উপযুক্ত ক্যারিয়ার লক্ষ্যের রূপরেখা তৈরি করে দেব। আশা করি, এই রুপরেখা একদিন তোমায় পৌঁছে দিবে সফলতার সর্বোচ্চ শীর্ষে।